নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের শ্যামসিদ্ধিতে মাদক কারবারিদের হামলার ঘটনায় আহত আবুল হোসেন (৪০) নামে এক যুবক বিচারের দাবি করেছেন। ভুক্তভোগী আবুল হোসেন শ্যামসিদ্ধির উত্তর সেলামতি গ্রামের নুরুল ইসলামের ছেলে। সে মাদক সেবন ছেড়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসায় সঙ্গবদ্ধ মাদক কারবারিরা ক্ষিপ্ত হয়ে তাকে মেরে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শ্যামসিদ্ধির সিরাজ মাঝির ছেলে মো. ইমন (২৪) ও সহযোগী সামিউল (২৬), মো. মুন (২৫), বনী আমিনের (২৪) বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেও কোন বিচার পাচ্ছেন না।
তিনি বলেন, গত ২৫ অক্টোবর দুপুরে ইমনের সহযোগীরা সেলামতি মাদ্রাসার সামনে থেকে আমাকে তুলে নেয়। পরে শ্যামসিদ্ধি শ্মশানের দিকে নির্জন স্থানে তারা আমাকে মাদক বিক্রির জন্য চাপ সৃষ্টি করে। আমি তাদের প্রস্তাবে রাজি না হলে আমাকে পিটিয়ে আহত করে ও ইজিবাইক বিক্রির ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি। এখন তারা ক্ষিপ্ত হয়ে আমাকে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইমনের সাথে যোগাযোগের জন্য মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আলী জানান, আবুল হোসেন একসময় মাদক সেবন করতো। সে পরিবারের কথা চিন্তা করে মাদক ছেড়ে স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার ইচ্ছা পোষণ করে। আমরা তার এই সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে সহযোগিতার আশ্বাস দেই। তবে ওইদিন আবুলকে উঠিয়ে নিয়ে মারধর করার বিষয়ে আমরা জানতে পারি। পরে এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপস্থিত এমপির সহযোগিতায় আইনী সহায়তার জন্য আবুলকে শ্রীনগর থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান নাজির হোসেনের সাথে এ ব্যাপারে জানতে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
অভিযোগটির তদন্তকারী কর্মকর্তা ও শ্রীনগর থানার এএসআই হাওলাদার ওমর এ ব্যাপারে জানান, অভিযুক্ত ইমনের সাথে যোগাযোগের চেষ্টা করছি। অভিযোগটি এখনও মামলা নথিভুক্ত হয়নি। স্থানীয় এমপিও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছেন। আমরা টাকা উদ্ধারের চেষ্টা করছি।
শ্রীনগরে মাদক কারবারিদের হামলায় যুবক আহত, থানায় অভিযোগ
আগের পোস্ট