নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্ম পরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক শিলু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর রহমান মামুন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন ওসি (অপারেশন) পুষ্পেন দেবনাথ, সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্যামসিদ্ধি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, তন্তর ইউপি চেয়ারম্যান আলী আকবর, কোলা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু, বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ কামাল ঝিলু, বাড়ৈখালী ইউপি চেয়ারম্যান হাজী ফারুক হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গসহ ইউপি সদস্যবৃন্দ।
শ্রীনগরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলনমূলক কর্মশালা
আগের পোস্ট