নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ১ জনকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার শ্রীনগর আলু কোলষ্টোরেজ সংলগ্ন চয়েজ বেকারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরী করার অপরাধে চয়েজ বেকারীর মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী কর্মকর্তা নাসরিন সুলতানা, শ্রীনগর থানার এস আই মুজাহিদ প্রমুখ।