নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু বক্কর সিদ্দিক এর নেতৃত্বে এবং মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ সাহার সহযোগিতায় সঙ্গীয় ফোর্সসহ দেউলভোগ স্বপ্নপুরী হলের বিপরীতে নিজ বাসা হতে এবং দামলা থেকে এই দুই মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
মামলার তথ্যসূত্রে জানা যায়, আসামী ১। রোমেল (২১), পিতা- মৃত আব্দুল বারেক, সাং- দেউলভোগ, শ্রীনগর। ২। মনির হোসেন, পিতা- রমিজউদদীন সাং- দামলা, শ্রীনগর উভয়কে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতায় এক নম্বর আসামিকে ২ মাসের সাজা এবং দুই নম্বর আসামিকে ১৫ দিনের সাজা প্রদান করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক বলেন, আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।