নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতামূলক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে এ প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপেিত্ব প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ মাহী বি চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হেদায়েতুল ইসলাম ভূঞা, সহকারী কমশিনার (ভূমি) কেয়া দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, ইউপির চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, ফিরোজ আল মামুন, মোঃ জাকির হোসেন, আলহাজ্ব আজিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শ্রীনগর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
শ্রীনগরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার
আগের পোস্ট