নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে তৌহিদী জনতার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় উপজেলার বাঘড়া ইউনিয়নের স্বরূপ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে আলামিন বাঘড়া বাজারগামী পাকা রাস্তার উপর এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। “বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় মোনাফেক তুই রাসুলের দুশমন”- স্লোগানে মুখরিত হয়ে উঠে মানববন্ধন এলাকা। এসময় উপস্থিত ছিলেন বাঘড়া দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি জুনায়েত, মাওলানা রফিকুল ইসলাম মোসারফী, মাওলানা আঃ কাইয়ুম, ফজল মাদবর, আঃ হালিম শিকদার, সোহাগ বেপারী, মোয়াজ্জেম হোসেন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য হাফেজ মজিবর রহমান, ২নং ওয়ার্ড ইউপি সদস্য শাহিন মোড়ল, ৪নং ইউপি সদস্য নুরুজ্জামান মাদবর, সাবেক ইউপি সদস্য আক্কাস, আলমগীর, নবীন মোল্লাসহ বাঘড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অসংখ্য আলেম-ওলামাসহ প্রায় ৫ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও বৃদ্ধ ও শিশুরা অংশগ্রহণ করেন। উপস্থিত তৌহিদী জনতার হাতে অসংখ্য প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে বক্তারা মানববন্ধনে বিশ্বনবীর অবমাননাকারী ভারতের ক্ষমতাসীন পার্টি বিজেপি নেত্রী নূপুর শর্মা ও মিডিয়া টিমের সদস্য নাভিন জিন্দালের ফাঁসির দাবি করেন। সকল মুসলিম উম্মাহসহ সকলকে দেশ ও নবী প্রেমে উদ্বুদ্ধ হয়ে ভারতীয় সকল পণ্য বর্জনের আহ্বান জানান।
শ্রীনগরে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
আগের পোস্ট