নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে সাড়ে ৩ শতাধিক কৃষককে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এসব বীজ ও সার বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মাইনউদ্দিন সাআদ, পিআইও অফিসার তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আলীসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এসময় ৩৫০ জন কৃষককে বিনামূল্যে তিল, উফশী জাতের আউশ ধানের বীজ ও প্রয়োজনীয় সার ব্যবহার করার মাধ্যমে আবাদ ও ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদার করা হয়। এদিন প্রত্যেক কৃষককে ৫ কেজি করে ধানবীজ ও ২০ কেজি করে সার প্রদান করা হয়।
শ্রীনগরে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান
আগের পোস্ট