নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ বিকল্প যুবধারার হাঁসাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার বিকেল ৪টার সময় হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে সমীর চক্রবর্তীকে আহ্বায়ক ও মনির দেওয়ানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট বিকল্প যুবধারা হাঁসাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এম এ হাকিম আহ্বায়ক শ্রীনগর উপজেলা বাংলাদেশ বিকল্পধারা, উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চু সভাপতি কেন্দ্রীয় বিকল্প যুবধারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহিদুল্লাহ কামাল ঝিলু, সদস্য সচিব শ্রীনগর উপজেলা বিকল্প যুবধারা, জাহাঙ্গীর আলম নিশি সিনিয়র সহ- সভাপতি বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটি ও আহ্বায়ক বিকল্প যুবধারা শ্রীনগর উপজেলা, আলমগীর কবির উপদেষ্টা বিকল্প যুবধারা শ্রীনগর উপজেলা, জিল্লুর রহমান যুগ্ম আহ্বায়ক বিকল্প যুবধারা শ্রীনগর উপজেলা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নাজির হোসেন চঞ্চল।