নিজস্ব প্রতিবেদক
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের ষোলঘর বাসস্ট্যান্ডে বাইক দূর্ঘটনায় বাইক চালক ও আরোহীসহ ৬৫ বছরের ১ বৃদ্ধ পথচারী বাম পা ভেঙ্গে গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের ষোলঘর বাসস্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত পথচারী মালেক দেওয়ানসহ বাইক চালক সুমন (৩৮) ও আরোহী রাজীব (৩৫)দেরকে চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সযোগে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে ভর্তি করে। পথচারী বৃদ্ধ মালেক দেওয়ান উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামের মৃত দোপাজানের ছেলে ও বাইক চালক সুমন (৩৮) ঢাকার মিরপুর থানাধীন ইব্রাহীমপুরের লাল মিয়ার ছেলে এবং আরোহী রাজীব (৩৫) একই এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, বাইক চালক সুমন আরোহী রাজীবকে নিয়ে বাইক নং ঢাকা মেট্রো ল- ৩৯-৭০২৮ চালিয়ে মাওয়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে বাইকটি দ্রুত ও বেপরোয়া গতিতে চালিয়ে ষোলঘর বাসস্ট্যান্ডে পৌঁছে রাস্তা পারাপার হওয়া পথচারী বৃদ্ধ মালেককে সজোরে ধাক্কা দিলে বৃদ্ধের বাম পা ভেঙ্গে গুরুতর আহত হয় এবং বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গিয়ে চালকসহ আরোহীও আহত হয়। আশপাশের লোকজন এসে আহতদেরকে চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে।