নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরের পাটাভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ডে বসতবাড়ির টিনের বেড়া ভাঙ্গার পাঁয়তারার অভিযোগ উঠেছে পাটাভোগ গ্রামের শাহজাহান গংয়ের বিরুদ্ধে।
স্থানীয়রা জানায়, প্রায় ১৩ বছর আগে এলাকার শাহজাহান শিকদার গং ও মজিবর গংয়ের সাথে রাস্তার পাশে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছিল। দীর্ঘদিন পর আদালত মজিবর গংয়ের পক্ষে রায় দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, আদালত মামলার বাদী শাহজাহান গংয়ের করা মামলা খারিজ করে বিবাদী মজিবর গংয়ের পক্ষে ডিক্রি প্রদান করায় বাদী পক্ষ অসন্তোষ প্রকাশ করে।
অভিযোগকারী হাবিবুর রহমান মোড়ল ওরফে হবি মোড়লের (৫৮) পুত্র মোঃ সেলিম জাহাঙ্গীর আশঙ্কা প্রকাশ করে বলেন, আমরা আদালতে সকল প্রকার ডকুমেন্টস দেয়ার পরে আদালত দীর্ঘ পর্যালোচনা করে আমার বাবা-মায়ের ওয়ারিশ ও ক্রয়কৃত সম্পত্তি ফিরে পাই এবং আদালত বাদী শাহজাহান গংয়ের সকল প্রকার অভিযোগ ও মামলা খারিজ করে দেন। এমতাবস্থায় মামলার রায়ের কপি হাতে পাওয়ার পর আমরা আমাদের জায়গাটিকে সুরক্ষিত করার জন্য চারপাশে টিন দিয়ে বেড়া নির্মাণ করলে মামলার বাদী পক্ষ শাহজাহান গং সেই জায়গার বেড়া ভাঙ্গার পাঁয়তারা করছে। তাই আমার বাবা থানায় অভিযোগ করেন।
পাটাভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য সাহিন সরদার বলেন, আদালতের রায়ের কপি আমি পড়েছি। সবকিছু ঠিক আছে। জায়গার মালিক মজিবর গং।
এ ব্যাপারে শ্রীনগর থানার এ এস আই আমিনুল ইসলাম বলেন, আদালত মজিবর গংয়ের পক্ষে রায় দিয়েছে। সে তার জায়গায় টিনের বেড়া দিয়েছে, ভাঙ্গার সুযোগ নেই।
শ্রীনগরে বসতবাড়ির টিনের বেড়া ভাঙ্গার পাঁয়তারা
আগের পোস্ট