নিজস্ব প্রতিবেদক
ভাগ্যকুল হরেন্দ্রনাল স্কুল এন্ড কলেজ এর মাঠ সংলগ্ন প্রাইমারি স্কুলে ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্পিং করা হয়। রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর টিম। টিমটি সারাদিনে ২০০ জন মানুষের রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করেছে এবং প্রেসার মেপে দেখেছে। এসময় উপস্থিত ছিলেন ফেমাস জেনারেল হাসপাতালের দুইজন ডাক্তার ও রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর টিমের সদস্যবৃন্দ। রক্তদাতাদের সন্ধানে বিক্রমপুর টিমের একজন জানান, অবশ্যই তারা শেষ পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে সর্বদা সেবা প্রদান করবে। পাশাপাশি আলোচনা সভা থেকে শুরু করে মানুষের জন্য ভালো কাজ করার চেষ্টা করবে। তাদের মূল লক্ষ্য জীবন দিয়ে জীবন নয় রক্ত দিয়ে বিশ্ব জয়।