নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে ৩০১ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল সোমবার আনুমানিক সকাল ৮টার দিকে উপজেলার সমসপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর এলাকার ফজলুল হকের ছেলে মোঃ শরিফুল ইসলাম শফি (৩৪), লৌহজং থানার মোর্শেদগাঁও গ্রামের আলী আকবর মোল্লার ছেলে মোঃ রানা মোল্লা (৩০)। র্যাব-১০ তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৮ মার্চ সোমবার সকালে র্যাব-১০ এর একটি আভিযানিক দল সমসপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সম্রাট ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় আনুমানিক ৯ লক্ষ ৩ হাজার টাকা মূল্যের ৩০১ পিস ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা হতে ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের নিয়মিত মামলা রুজু করা হয়েছে।