নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ফায়ার সার্ভিসের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার শ্রীনগর ফায়ার স্টেশনে এ দোয়া ও ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেনের আয়োজনে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আনিছুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার তাজুল ইসলাম, কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম মাইজভান্ডারী, সহ-প্রচার সম্পাদক তাইজুল ইসলাম বিদ্যুৎ, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহম্মেদ, হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীসহ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।