নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে আসন্ন ঈদুল ফিতর ও পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা স্বরূপ অসহায় দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচীর ২০২১ইং নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় পাটাভোগ ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাটাভোগ ইউনিয়নের ৪৪৭টি অসহায় দরিদ্র পরিবারের মাঝে প্রতিটি পরিবারকে নগদ ৪৫০ টাকা করে প্রদান করেন। উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় অর্থ প্রদানকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাটাভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিকুর রহমান, ট্যাগ অফিসার এ কে এম শাহিন, ইউনিয়ন পরিষদের সচিব সিরাজুল হক সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।