নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ছনবাড়ী ফ্লাইওভার ব্রিজের নিচে সন্ত্রাস, দখলদার, নৈরাজ্য ও চাঁদাবাজের বিরুদ্ধে গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা শ্রমিকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মোড়ল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূইয়ার নেতৃত্বে মানববন্ধন করা হয়েছে। এসময় মানববন্ধনে অংশ নেন শ্রীনগর উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি আলম বেপারী, সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ, আটপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মজিবর রহমান, সিনিয়র সহ-সভাপতি সেলিম মল্লিক, বীরতারা ইউনিয়নের শ্রমিকদলের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ সোহেল, ভাগ্যকুল ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ষোলঘর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক লিটন খান, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ জাফর আলম, আটপাড়া বিএনপির নেতা সজিব দেওয়ানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় শ্রমিকদলের সভাপতি মোঃ শফিকুল ইসলাম মোড়ল বলেন, উপজেলা শ্রমিকদলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করা হচ্ছে। মূলত আমরা চাঁদাবাজির সাথে জড়িত নই। শ্রীনগর উপজেলা শ্রমিকদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।