নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে ধান ও চাল সংগ্রহ করার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় উপজেলা খাদ্য গুদামের আঙিনায় ধান ও চাল ক্রয়ের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা সান্তনা রানী, সিনিয়র মৎস্য কর্মকর্তা সমির কুমার বসাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল ফারুক, খাদ্য গুদাম কর্মকর্তা লিপিকা রানী মজুমদার প্রমুখ। এ বছর শ্রীনগর উপজেলায় কার্ডধারী কৃষকদের কাছ থেকে ২৭ টাকা কেজি দরে ১৩শত ১৮ টন ধান ও ৪০ টাকা দরে অনুমোদিত মিলারদের কাছ থেকে ১৩শত ২ টন চাল কেনার বরাদ্দ রয়েছে।
শ্রীনগরে ধান ও চাল সংগ্রহের শুভ উদ্বোধন
আগের পোস্ট