নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ভাগ্যকুল ইউনিয়নে মহামারী কোভিড-১৯ ও বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য ও ঔষধ বিতরণ করা হয়েছে। ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদত এর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রওশন আরা বেগম অতিরিক্ত সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুলবুল আহমেদ ডি.আর.আর.ও, এডিসি জেনারেল মুন্সীগঞ্জ। এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার নির্বাহী অফিসার মোসাঃ রহিমা আক্তার, শ্রীনগর উপজেলার চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, সাংবাদিক তারিকুল ইসলাম সদস্য- সুজন- মুন্সীগঞ্জ জেলা কমিটি ও সদস্য- নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা কমিটি, মোঃ হামিদুল ইসলাম সচিব ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ, ইউপি ৩নং ওয়ার্ডের সদস্য রতন সাহা, ইউপি ৮নং ওয়ার্ডের সদস্য মোঃ নাজিম সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।