নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হওয়ার ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের নলটেক গ্রামে এ আগুনে পুড়ে যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘড়া ইউনিয়নের নলটেক গ্রামের সোহরাব গাজীর ছেলে হিরো গাজী ঘটনার দিন দিবাগত রাতের খাবার শেষে সপরিবারে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দেড়টার দিকে বাড়ীর উত্তর ভিটির টিনের ঘরে দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘর জ্বলতে দেখে হিরো গাজী ডাক চিৎকার দিলে আশপাশের আমিনুল বেপারী, রাজা খানসহ আরো লোকজন এসে মটরের পানি দিয়ে আগুন নেভায়। দুর্বৃত্তদের দেয়া আগুনে ঘরে থাকা আসবাবপত্রসহ ঘরটি পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়াতুল ইসলাম ভূঞার কাছে জানতে চাইলে তিনি বলেন, সংবাদ পেয়ে আমি ও আমার ঊর্ধ্বতন স্যারকে নিয়ে ঘটনাস্থলে এসেছি। ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
শ্রীনগরে দুর্বৃত্তের দেয়া আগুনে ঘর পুড়ে লক্ষাধিক টাকার ক্ষতি
আগের পোস্ট