নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার দেউলভোগে শ্রী শ্রী সার্বজনীন কালি মন্দির প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি স্বপন মোদকের সভাপতিত্বে ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব তাপস কুমার দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সি। এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য জসিম মোল্লা, শিক্ষক নেতা জাহাঙ্গীর খান, জেলা বিএনপির সদস্য সিদ্দিকুর রহমান মন্টু, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি কাজী শামিম ইমাম সাচ্চু, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বাদশা, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমন হোসেন, শ্রীনগর সদর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, মৎসজীবী দলের সভাপতি আমির হোসেন, মন্দির কমিটির সভাপতি কাজল দাস, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি তপন রাজবংশী, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আসাদুজ্জামান মৃধা বাবু, স্বেচ্ছাসেবক দলনেতা ফাহাদ, জ্যাকি, রনি, বুলেট, লিংকন প্রমুখ।