নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে বসতবাড়ির অনাবাদি পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের কৃষক-কৃষাণী দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষে তাদের মাঝে বীজ ও চারা বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণ এর সভাপতিত্বে প্রশিক্ষণ শেষে কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ডিএই উপ-পরিচালক ডাঃ মোঃ আব্দুল আজিজ, জেলা প্রশিক্ষণ অফিসার এবিএম ওয়াহিদুর রহমান প্রমুখ।