নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে হঠাৎ করে বেড়েছে শুকনো মরিচের দাম। গত এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে প্রতি কেজি শুকনো মরিচের দাম বেড়েছে ১৫০ থেকে ১৬০ টাকা। বাজারে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
মুন্সীগঞ্জের শ্রীনগরের বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে মরিচের দাম। এর প্রভাব পড়েছে গুঁড়া মরিচের উপর। কেজিতে বেড়েছে ১৫০ থেকে ২০০ টাকা।
গতকাল বুধবার শ্রীনগরের বাজার ঘুরে দেখা গেছে, পাইকারিতে দাম বাড়ায় প্রভাব পড়েছে খুচরা বাজারেও। শুকনো মরিচ খুচরা বিক্রি হচ্ছে ৪৮০-৫০০ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগেও পণ্যটি বিক্রি হয়েছে প্রতি কেজি ৩৫০-৩৭০ টাকা দরে। ১৫ দিনের ব্যবধানে কেজিতে ১৫০-১৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। অল্প ১০০ গ্রাম কিংবা আধা কেজির দাম হিসেবে ৫০০ টাকা কেজি ধরেই বিক্রি করা হচ্ছে।
বাজারে বাজার করতে আসা মজনু বলেন, আমরা খেটে খাওয়া মানুষ। দিন আনি দিন খাই। যত সমস্যা আমাদের। বাজারে মরিচ গত সপ্তাহে কিনেছি যে দামে আজ তার চেয়ে অনেক বেশি। ফলে আমাদের সংসার চালানো দায় হয়ে গেছে।
মরিচ বিক্রেতা শাজাহান বলেন, বাজারে সরবরাহ কম থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে বেশি দামে শুকনো মরিচ খরিদ করতে হচ্ছে বলেই বাজারে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দামও কমে আসবে।
শ্রীনগরে দাম বাড়লো শুকনা মরিচের
আগের পোস্ট