নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় জেঁকে বসেছে শীত। হাড় কাঁপানো শীতে কাবু খেটে খাওয়া সাধারণ মানুষ। শীত নিবারণের জন্য কোথাও কোথাও আগুন জ্বালিয়ে উষ্ণতা নিতে দেখা যায়। উপজেলায় তীব্র শীতের কারণে লোকজনের উপস্থিতি অনেকটাই কম। জানা যায়, তীব্র শীত ও হিমেল বাতাসে বিশেষ করে ছিন্নমূল ও নিম্নআয়ের মানুষ গরম কাপড়ের অভাবে চরম বিপাকে পড়েছেন। সকাল থেকে গভীর রাত অবধি খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। সকালে বৃষ্টির মতো ঝরছে ঘন কুয়াশা সেই সাথে সাথে বইছে পশ্চিমা হিমেল বাতাস। অনেক বেলা বেড়ে সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমছে না। আবার বিকেল থেকে শীতের তীব্রতা বাড়ছে। শীতজনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। মাঠে কাজ করা এক কৃষক বলেন, তীব্র শীতের কারণে মাঠে কাজ করতে অনেক কষ্ট হয়। কিন্তু কাজ না করলে খাব কি?