নিজস্ব প্রতিবেদক
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন আহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় হাঁসাড়া কলেজ গেইটের সামনে এই ঘটনা ঘটে। আহত যাত্রীদের পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানায়, ঢাকামুখী ইলিশ পরিবহণের যাত্রীবাহী বাসটি (ঢাকা মেট্রো ব- ১৫ ৯৪৯৭) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ওই বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়। যাত্রীরা স্থানীয় যানবাহনে করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য চলে যায়। এসময় কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি কাঞ্চন কুমার সিংহ জানান, কোন হতাহতের ঘটনা ঘটেনি। আমরা ঘটনাস্থলে গিয়ে কোন আহত ব্যক্তি পাইনি। সড়ক থেকে বাসটি অপসারণ করা হয়েছে। যানবাহন চলাচল স্বাভাবিক আছে।