নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে ডিস ব্যবসায়ীদের হাতে পল্লী বিদ্যুতের খুঁটি দখল হয়ে যাচ্ছে। এ কারণে বৈদ্যুতিক খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে প্রায়ই বিদ্যুৎকর্মীদের অসুবিধায় পড়তে হয়। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে একইরকম চিত্র দেখা যায়। খোঁজ নিয়ে আরও জানা যায়, উপজেলায় একাধিক কেবল অপারেটর বা ডিস লাইন ব্যবসায়ী আছেন। এদের কারও নিজস্ব কোন খাম্বা বা পিলার নেই। তাই তারা প্রভাব খাঁটিয়ে পল্লী বিদ্যুতের পিলার ব্যবহার করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন। ডিস সংযোগের তার ও ইন্টারনেট সার্ভিসের অপটিক্যাল ফাইবারের তার এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়নে নিয়ে যেতে পল্লী বিদ্যুতের পিলারকে সার্ভিস খুঁটি হিসেবে ব্যবহার করছে। দেখলে মনে হতে পারে পিলার তুমি কার ? ডিস ব্যবসায়ীর না পল্লী বিদ্যুতের ? বৈদ্যুতিক পিলারে ডিসের তারের জটলাই শেষ কথা নয় অনেক ক্ষেত্রে তারা এসব পিলারকে ডিপি বা ডিষ্ট্রিবিউশন পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে। এ কারণে এখানে স্থাপিত পাওয়ার বক্সে বিদ্যুৎ প্রয়োজন হয়। এক্ষেত্রে তারা বাধ্য হয়ে আশপাশের সার্ভিস পিলার থেকে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে থাকে। এক কথায় বলা যায়, ডিস ব্যবসায়ীরা স্থানীয় প্রভাবশালী হওয়ায় প্রভাব বিস্তার করে নিজেরা লাভবান হয়ে নিরবে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ক্ষতি করে যাচ্ছেন।
শ্রীনগরে ডিস ব্যবসায়ীদের দখলে বিদ্যুতের খুঁটি
আগের পোস্ট