নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক মো. মুক্তার হোসেন (৫০) নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টায় ঢাকা-দোহার সড়কের উপজেলার কামারগাঁও পাকা ব্রিজ নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে। সে ইউনিয়নের ১নং ওয়ার্ডের দারোগা বাড়ির মৃত আব্দুল রাজ্জাক বেপারীর পুত্র। নিহত মুক্তার হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট পদে কর্মরত ছিলেন। ১ বছর পূর্বে তিনি অবসরগ্রহণ করেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এলাকাবাসী জানায়, সার্জেন্ট মুক্তার হোসেন মোটরসাইকেল (ঢাকা মেট্রো ল-২৪৭৬৪৬) চালিয়ে আল-আমিন বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাক (ঢাকা ঠ-২৪১৫৪৬) মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তার হোসেনের মৃত্যু হয়। এ ব্যাপারে শ্রীনগর থানার ডিউটি অফিসার এসআই তন্ময় মন্ডল জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে। চালক পলাতক রয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে।
শ্রীনগরে ট্রাক চাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত
আগের পোস্ট