নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে একটি টিনশেড ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরণের ক্ষতির হাত থেকে বসতবাড়িটি রক্ষা পায়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও এলাকার
হাবিবুল্লাহ মোল্লার পুত্র রানা মেম্বারের বাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বাড়ৈগাঁও সড়কের পাশে স্থানীয় ইউপি সদস্য রানা মেম্বারের সেমি পাকা টিনশেডের একটি ঘরে আগুন লাগে। একটি ঘরের সামান্য ক্ষতি হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হলে ৬ কক্ষ বিশিষ্ট টিনশেডের বাকি ঘরগুলো রক্ষা পায়।
স্থানীয় ইউপি সদস্য হাবিবুল্লাহ রানা মিয়া জানান, এ ঘটনায় প্রায় লাখ টাকার
ক্ষতি হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট অগ্নি নির্বাপণ করে। এতে বড় ধরণের ক্ষতির হাত থেকে টিনশেড বাড়িটি রক্ষা পায়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।