নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরের হাতারপাড়া এলাকায় জোরপূর্বক জায়গায় দখলের অভিযোগ উঠেছে। গত বুধবার সকাল ১০টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের হাতারপাড়া এলাকার খালেক বেপারীর ছেলে মানিক ও পরাণের বিরুদ্ধে এ অভিযোগ উঠে। এ ব্যাপারে জমির মালিক বিউটি বেগম বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হাতারপাড়া মৌজার ৬২৮ দাগের সাড়ে ৭ শতাংশ সম্পত্তি পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক বিউটি বেগম। ঐ সম্পত্তিতে জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করছে মানিক ও পরাণ। ঘর নির্মাণ করতে বাধা দিতে গেলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে খুন-জখমের হুমকি দেয়।
এ ব্যাপারে অভিযুক্ত মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি আমার জায়গায় ঘর নির্মাণ করেছি। তবে বারান্দার দিকে একটু জায়গা সে পাবে। জায়গা মেপে যদি সে পায় তাহলে আমি ঘর ভেঙে সরিয়ে নিবো।
এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাকিল আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।