নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে বিরোধপূর্ণ জায়গা দখল করা নিয়ে হামলার ঘটনায় দুই নারীসহ ৩ জন আহত হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের আরধীপাড়ার মুন্সীর হাঁটিতে এ ঘটনা ঘটে। ওই এলাকার কামাল হোসেনের স্ত্রী আহত আফরোজা (৪৮), শালিকা রুনু বেগম (৩৯) ও ভায়রা পুত্র শিশিরকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আরধীপাড়ার চকের পাড়ার এসএম মেজবাহউদ্দিন ওরফে আলমের (৬০) নেতৃত্বে মোকলেছ (৫০) আওলাদ (৪৮) গংদের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুন্সীর হাঁটির কামাল হোসেন শ্রীনগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ বিকালে মেজবাহউদ্দিন ওরফে আলম ও তার লোকজন কামাল হোসেনের বসতবাড়ির পাশে একটি বিরোধপূর্ণ জায়গা দখল করতে আসে। এতে কামাল হোসেনের ভায়রার ছেলে শিশির বাঁধা প্রদান করলে অভিযুক্তদের শাবলের আঘাতে সে আহত হয়। শিশিরকে বাঁচাতে তার মা ও খালা এগিয়ে আসলে তাদেরকেও মারধর করা হয়। এসময় হামলাকারীরা কামালের বাড়িতে এসে বেশকিছু ফলজ ও বনজ গাছ কর্তন করে।
কামাল হোসেন বলেন, অভিযুক্ত মেজবাহউদ্দিন ওরফে আলম ও তার লোকজন জোরপূর্বক আমার জায়গা দখল করতে এসে আমার বাড়িতে হামলা চালায়। উপায় না পেয়ে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করি। মেজবাহউদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে জানতে এসএম মেজবাহউদ্দিন আলমের সাথে যোগাযোগ করা হলে তার সাক্ষাৎ পাওয়া যায়নি।
স্থানীয় ইউপি সদস্য মো. মোশারফের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। তবে কোন পক্ষ আমাকে জানায়নি।
এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।