নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে উপজেলা পর্যায়ে জাতীয় শিশু পুরস্কার ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ও ১৭ মে দু’দিন ব্যাপী উপজেলা মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ক্রীড়া, শিক্ষা ও সাংস্কৃতিক মোট ৩০টি বিষয় এবং ৩ বিষয় বিভক্ত (ক, খ ও গ বিভাগ) প্রতিযোগিতায় ৮শত প্রতিযোগীদের অংশগ্রহণে জাতীয় শিশু পুরস্কার ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ২৩৭ জন শিশুর মাঝে পুরস্কার তুলে দেন। প্রথম স্থান অধিকারী শিশুরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় আগামী ২৩ ও ২৪ মে অংশগ্রহণ করবে।