নিজস্ব প্রতিবেদক
“মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার” – এ প্রতিপাদ্য ধারণ করে সারাদেশে জাতীয় ভোটার দিবস পালন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের উদ্যোগে সারা দেশে দিবসটি আনন্দ উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। তারই ধারবাহিকতায় শ্রীনগর উপজেলা নির্বাচন কমিশন জাতীয় ভোটার দিবস পালন করেছে। গতকাল বুধবার সকাল ১০টায় বিশেষ কর্মসূচি নতুন ভোটার সংগ্রহ, ভোটার আইডি কার্ড সংশোধন ও নতুন ভোটারদের সাক্ষাতের মধ্য দিয়ে জাতীয় ৪র্থ ভোটার দিবস পালন করা হয়। উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম এর সার্বিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এছাড়া আরো উপস্থিত ছিলেন পি আই ও কর্মকর্তা আসিকুর রহমান, বি আর ডিবি কর্মকর্তা মোঃ সাজিদুর রহমান, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আবদুল বাকী, উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণী মন্ডল, নির্বাচন অফিস সহকারিবৃন্দ।
শ্রীনগরে জাতীয় ভোটার দিবস পালিত
আগের পোস্ট