নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ (২৩-২৯) এপ্রিল, ২০২০ পালন উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ও জাতীয় জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের (ঢাকা-মহাখালী) বাস্তবায়নে উক্ত কর্মসূচির আওতায় ৬০ জন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে এই খাদ্য সহায়তা করা হয়। খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম। এসময় তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে বর্তমান পরিস্থিতিতে এই কর্মসূচির আওতায় বাছাইকৃত ৬০ জন কর্মচারীর প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ লিটার ভোজ্যতেল দেওয়া হয়।
শ্রীনগরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
আগের পোস্ট