নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি-জমা ও মামলা মোকদ্দমা নিয়ে শত্রুতার জের ধরে হারুন বেপারী নামে এক মার্কেট ব্যবসায়ীকে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বেজগাঁও এলাকায় এই মারধর ও হুমকি প্রদানের ঘটনা ঘটে। এ ব্যাপারে ভুক্তভোগী শ্রীনগর পোস্ট অফিস সংলগ্ন বেপারী মার্কেটের কর্ণধার হারুন বেপারী বাদী হয়ে হারুন অর রশিদের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৪/৫ জনকে বিবাদী করে তাদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীনগর মৌজার আর এস ৫৬১নং খতিয়ানভুক্ত ৪১৪ দাগের ২০ শতাংশ সম্পত্তি থেকে ৫ শতাংশ ভুক্তভোগী হারুন বেপারী পৈতৃক ওয়ারিশ সূত্রে মালিক। একই এলাকার সিরাজুল ইসলাম গং বাদীর অন্য ওয়ারিশদের ১৫ শতাংশ সম্পত্তি ক্রয় করে বাদীর পৈতৃক ৫ শতাংশ হতে আরো ৩ শতাংশ সম্পত্তিসহ মোট ১৮ শতাংশ সম্পত্তি অন্যভাবে নামজারি করে নেয়। অবশিষ্ট ২ শতাংশ সস্পত্তি ভুক্তভোগী তার নিজ নামে নামজারি করে মার্কেট নির্মাণ করে ভোগ দখলে নিয়োজিত থাকেন। ভুক্তভোগীকে তার সম্পত্তিতে নির্মিত মার্কেট থেকে তাড়ানোর উদ্দেশ্যে দীর্ঘদিন ধরেই সিরাজুল ইসলাম গং বাদীসহ তার পরিবারের লোকজনদের নানাভাবে ক্ষতিসাধনসহ সম্পত্তি থেকে জোরপূর্বক বেদখলের চেষ্টায় লিপ্ত থাকে। এই নিয়ে বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা মোকদ্দমা চলামান রয়েছে। ঘটনার দিন বুধবার দিবাগত রাতে ভুক্তভোগী ঢাকা থেকে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে বেজগাঁও বাসস্ট্যান্ডে নেমে বাড়ীতে যাওয়ার পথে সিরাজুল ইসলামের হুকুমে তার ভাই হারুন অর রশিদসহ আরো অজ্ঞাতনামা ৪/৫ জন তার পথরোধ করে এলোপাথারি কিল, ঘুষি মেরে আহত করে এবং হুমকি দিয়ে বলে যে, সিরাজ সাহেবের মার্কেট ছেড়ে না দিলে খুন করে ফেলবে। পরে বাদী প্রাণ রক্ষার্থে দৌড়ে বাড়িতে পালিয়ে যায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।