নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের মজিদপুর দয়হাটা গ্রামে সড়কের পাশে জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে। ওই গ্রামের সাহাবুদ্দিন খান ওরফে সাধুর ছেলে মো. সুজন খানের (৪৫) বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবেশী মো. সামসুলের ছেলে মো. শামীম অভিযুক্তদের বিরুদ্ধে শ্রীনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়রা জানায়, গত শুক্রবার রাত ১১টার দিকে সুজন খান ও তার স্ত্রী ডালিয়া বেগম (৩৮) প্রতিবেশীদের জায়গায় টিনের বেড়া ও গাছ লাগায়। খোঁজ নিয়ে জানা গেছে, মজিদপুর দয়হাটা মৌজায় আরএস দাগ-৩৭১ আরএস খতিয়ান-১৩নং দাগে মোট সম্পত্তির পরিমাণ ৯ শতাংশ। এর মধ্যে সাড়ে ৪ শতাংশ জমির ক্রয়সূত্রে মালিক মো. শামীম গং।
শামীম খান বলেন, জায়গা দখলের পাঁয়তারার বিষয়টি জানতে পেরে সকালে ঘটনাস্থলে আসি। আমাদের জায়গায় গাছ লাগানো ও টিনের বেড়া দেওয়ার বিষয়ে জানতে চাইলে মো. সুজন গং আমার ওপর ক্ষিপ্ত হন। প্রতিবাদ করলে তারা আমাকে ভয়-ভীতি দেখায় ও প্রাণনাশের হুমকি দেয়। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করি।
এ বিষয়ে জানতে সরেজমিনে গিয়েও অভিযুক্ত মো. সুজন খানের সাক্ষাৎ পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হলে তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
লক্ষ্য করা গেছে, সড়কের পাশে বনায়নের রোপণকৃত বেশকিছু গাছসহ জায়গাটিতে টিনের বেড়া দিয়ে রাখা হয়েছে।
বীরতারা ইউপি চেয়ারম্যান গাজী শহিদুল্লাহ্ কামাল ঝিলুর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, আমার জানা মতে, জমিটির অর্ধেকের মালিক সুজন খান গং। বাকি অর্ধেকের মালিক শামীম গং। তবে জানতে পেরেছি, রাতের আঁধারে অন্যায়ভাবে পুরো জমিতে টিনের বেড়া দিয়ে রাখায় বিরোধের সৃষ্টি হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ্ আল তায়াবীর জানান, অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীনগরে জমি দখলের চেষ্টা
আগের পোস্ট