নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমি-জমাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে নাইম (২৫) নামে একজনকে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। গতকাল রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব বাঘড়া কাজীবাড়ী এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। স্থানীয়রা গুরুতর আহত নাঈমকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করেন। নাইম পূর্ব বাঘড়া কাজী বাড়ি গ্রামের আফসার কাজীর ছেলে। এ ঘটনায় নাইমের মা বাদী হয়ে জুনায়েদসহ ৩ জনকে বিবাদী করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, নাইমদের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন যাবৎ একই এলাকার চাচাতো ভাই সবজল কাজির ছেলে জুনায়েদ, রিফাত, রনি, রবিন গংদের সাথে বিরোধ চলে আসছিল। উক্ত শত্রুতার জের ধরে গতকাল রবিবার বিকেলে প্রতিপক্ষ চাচাতো ভাই জুনায়েদ, রিফাত, রনি, রবিন গং দা, লাঠি, লোহার রড নিয়ে নাইমের উপর আক্রমণ করে তাকে এলোপাতারিভাবে পিটিয়ে আহত করে এবং তার মাথায় ধারালো দা দিয়ে কোপ মেরে মারাত্মক রক্তাক্ত জখম করে। নাইমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে খুন করার হুমকি দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত নাঈমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। শ্রীনগর থানার এস আই মেরাজ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।