নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে জামিন আনতে গিয়ে শ্রীনগরের গরু চুরি মামলার আসামী নিরব মোল্লা (২২) ও ইব্রাহীম মোড়ল (২৫) নামে দুই আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন বিজ্ঞ আদালত।
গত সোমবার দুপুরে মুন্সীগঞ্জ বিজ্ঞ আদালতে গরু চুরি মামলার দুই আসামী জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত ঐ দুই আসামীকে জেল হাজতে প্রেরণ করেন।
গরু চুরি মামলার আসামীরা হলেন- উপজেলার হাঁসাড়া ইউনিয়নের হাঁসাড়া নয়াপাড়া এলাকার হুমায়ুন মোল্লার ছেলে নিরব মোল্লা ও একই এলাকার সিদ্দিক মোড়লের ছেলে ইব্রাহীম মোড়ল।
মামলা সূত্রে জানা যায়, গত ২৯ মার্চ রাত সাড়ে ৮টার দিকে মামলার বাদী কামালের গোয়ালঘর হতে ৯০ হাজার টাকা মূল্যের একটি ষাঁড় গরু আসামী নিরব মোল্লা ও ইব্রাহীম মোড়ল চুরি করে নিয়ে যাওয়ার সময় বাদীর মেয়ে তানিয়া আক্তার ডাকচিৎকার দেয়। এসময় আসামী নিরব গরু নিয়ে তার দাদির বাড়ির দিকে চলে যায়। পরে বাদী স্থানীয় লোকজনদের নিয়ে আসামী নিরবের দাদিকে জিজ্ঞাসাবাদ করলে তিনি আসামীরা গরু চুরি করে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে। এ ঘটনায় কামাল বাদী হয়ে আসামী নিরব মোল্লা ও ইব্রাহীম মোল্লা দু’জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলা নং-২৪(৪)২৫ ধারা-৩৮০ পেনাল কোড দায়ের করেন।