আমিনুল ইসলাম মাসুমঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে করোনা ভাইরাস সংক্রমণ রোধে প্রান্তিক জনগোষ্টিকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে বিকল্প যুবধারা। এরই অংশ হিসেবে প্রায় ৬০০ টি মাস্ক বিতরণ করেছেন কেন্দ্রীয় বিকল্প যুবধারার যুগ্ন-সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। বুধবার বিকালে উপজেলার বাঘড়া, ভাগ্যকুল ও রাঢ়ীখাল ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মুন্সীগঞ্জ-১ আসনের এমপি মাহী বি চৌধুরীর পক্ষে করোনা ভাইরাস রোধে জনসচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে এই মাস্ক বিতরণ করা হয়।
এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় বিকল্প যুবধারা নেতা ইমরান, মিল্লাত, সাগর, আল আমিন, সূর্য মিয়া প্রমুখ।
শ্রীনগরে কেন্দ্রীয় বিকল্প যুবধারা নেতার মাস্ক বিতরণ
আগের পোস্ট