নিজস্ব প্রতিবেদক
কৃষি পুনর্বাসন কর্মসূচীর আওতায় রবি ২০২৩-২৪ মৌসুমে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২১শত ১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ ও সার বিতরণ করা হয় হয়েছে। গতকাল বুধবার শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রশিক্ষণ মিলনায়তন থেকে এই বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়। এতে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী সভাপতিত্ব করেন। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা পারভীন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহসিনা জাহান তোরণ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোঃ মাইনউদ্দিন সাদ, উপজেলা সমবায় অফিসার আনিছা খাতুন, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার এস এম কামরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, এসময় প্রতিজন কৃষকের মাঝে, গম, ভূট্টা, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারী ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ বিতরণ করা হয়।
শ্রীনগরে কৃষকের মাঝে ফসলের বীজ ও সার বিতরণ
আগের পোস্ট