নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩ তম জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে শিশুদের জন্য নজরুল কবিতা হতে আবৃত্তি, নজরুল সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলার শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বাকী, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ পাল চন্দ্র প্রমুখ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ২ শত শিশুর মধ্যে ২০ জন বিজয়ী হয়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ।
শ্রীনগরে কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবার্ষিকী উদযাপন
আগের পোস্ট