নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলায় অনুষ্ঠিত এসএসসির মোট ২ হাজার ৮৪০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ৪৯ জন। দাখিলে মোট ১৪০ জনের মধ্যে ৩ জন ও ভোকেশনালে মোট ৯৩ জনের মধ্যে ২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা যায়।
জানা গেছে, উপজেলায় মোট ৩টি কেন্দ্রে এসএসসির বাংলা ১ম পত্র পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এসএসসি ও সমমানে সর্বমোট পরীক্ষার্থীর মধ্যে ৫৪ জন পরীক্ষা দিতে আসেনি।
শ্রীনগরে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অনুপস্থিত ৫৪
আগের পোস্ট