নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে এসএসসি পরীক্ষায় মোট পাশের হার ৯২.১৬%। উপজেলার ২৩টি উচ্চ বিদ্যালয়ের মোট ৩ হাজার ৬১৩ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় পাশ করেছে ৩ হাজার ৩২৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে মোট ৮৪ জন। অপরদিকে দাখিল পরীক্ষায় উপজেলার মোট ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৫৩ জন। দাখিলে জিপিএ-৫ পেয়েছে ৩ জন। উপজেলায় পাশের হার ৮৬.৯৩%। এছাড়াও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। পাশ করেছে ২৯ জন। উপজেলার একমাত্র কুকুটিয়া কে কে ইনস্টিটিউশন ভোকেশনালে জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাশের হার ৯৬.৬৭%। এসএসসি পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়েছে উপজেলার শিবরামপুর উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টিতে পাশের হার ৯৮.৪১%, জিপিএ-৫ পেয়েছে ১ জন। দ্বিতীয় হয়েছে বাড়ৈখালী উচ্চ বিদ্যালয়, পাশের হার ৯৭.৬০%। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। তৃতীয় হয়েছে কুকুটিয়া কে কে ইনস্টিটিউশন। এখানে পাশের হার ৯৬.৯৭%।
শ্রীনগরে এসএসসিতে পাশের হার ৯২.১৬%, জিপিএ-৫ মোট ৮৪টি
আগের পোস্ট