নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামাড়গাঁওয়ে নাগরনন্দী জাগ্রত যুব সংসদ ও এলাকাবাসীর উদ্যোগে বেহাল সড়ক সংস্কার করা হচ্ছে।
গতকাল সোমবার সকাল থেকে নাগরনন্দী জাগ্রত যুব সংসদের সদস্য ও এলাকাবাসীর অর্থায়নে সড়ক সংস্কার কাজ শুরু হয়। এদিন উত্তর কামারগাঁও এলাকার ঋষি বাড়ি থেকে আইএইচটি ও নাগরনন্দী খাল পাড়ের মোল্লা বাড়ি থেকে চিত্ত মিস্ত্রীর বাড়ি পর্যন্ত সড়কটির সংস্কার করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটি খানাখন্দে পরিণত হয়ে পড়েছে। স্থানীয়রা ইটের খোয়া, বালু ও রাবিশ ফেলে সড়কের ভাঙাচোরা ও গর্ত ভরাট করছেন। এ কাজে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এলাকার যুবসমাজ।
জানা গেছে, উত্তর কামারগাঁও এলাকার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম এই সড়ক। সড়কটি বেহাল হওয়ার কারণে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীর। এই সড়কটি ধরে অসংখ্য মানুষ হাটবাজার, হাসপাতাল, ব্যাংক, মার্কেট, দৈনন্দিন কাজে বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা নিতে এসে যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন। গর্ভবতী নারীদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন তাদের স্বজনরা।
অটোরিকশা চালক মোঃ শাজাহান ও মোঃ ইউসুফ জানান, খানাখন্দ রাস্তায় এই পরিস্থিতিতে অটোরিক্সা, বাইসাইকেল ও মোটরসাইকেল পর্যন্ত চলাচল করতে পারছে না। তাই স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কারের কাজ করছি।
উত্তর কামারগাঁও এলাকার প্রবাসী সাকিব ও শাহআলম নামের দুই ব্যক্তি জানান, দুর্ভোগে অতিষ্ঠ এলাকাবাসী প্রায় ৩ লাখ টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছে। কাজ চলমান আছে।
স্থানীয় মোঃ আক্তার হোসেন নামে একজন বলেন, নাগরনন্দী এলাকার খালে মাছ চাষের কারণে রাস্তা ভেঙে যাচ্ছে। আমরা এ এলাকার মানুষ চরমভাবে অবহেলিত। আমাদের দেখার কি কেউ নেই?
সরকারি অর্থায়নে দ্রুত রাস্তার সংস্কার দাবিতে সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।