নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগরে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর আয়োজনে কোভিড-১৯ পরবর্তী পরিস্থিতিতে এসডিজি বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এডাব মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মোঃ জসিম মোল্লার সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াছিন মুন্সী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনিক রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম খান, আঃ লতিফ, সাবেক কৃষি কর্মকর্তা আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মৃধা, উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ পিএফজির সদস্যবৃন্দ।