নিজস্ব প্রতিবেদক
গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে শ্রীনগর উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবুবকর সিদ্দিক, শ্রীনগর থানার তদন্ত কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শান্তণা রানী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, সমাজসেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ গুল রাওসান ফেরদৌস, সহকারী স্বাস্থ্য প্রকৌশলী মোঃ আসিফ নেওয়াজ, পল্লী বিদ্যুৎ সমিতির মদন গোপাল সাহা, ফায়ার স্টেশন মাষ্টার মাফুজ রিবেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।