নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে র্যাব-১০ এর অভিযানে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইমন মোল্লা ওরফে রাফসান আহম্মেদ (২৪) নামের এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে। গতকাল শনিবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন মোল্লা ওরফে রাফসান আহম্মেদ উপজেলার বাঘড়া ইউনিয়নের বৈচারপাড় এলাকার লুৎফর রহমানের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার, সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইমন মোল্লাকে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। যার আনুমানিক বাজারমূল্য ৫১ হাজার টাকা। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। মাদক কারবারিদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।