নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের শ্রীনগরে ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে ফিলিস্তিনে হওয়া নির্মম গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শ্রীনগর উপজেলার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। শ্রীনগর স্টেডিয়াম মাঠ থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি বের হয়ে শ্রীনগর প্রেসক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত করে।
এসময় বিক্ষোভকারীরা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে তীব্র নিন্দা জানান। সেই সাথে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেন। এতে বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। পরে প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি শ্রীনগরের ছনবাড়িতে এসে শেষ হয়।