নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে ৬ শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। সৌদি প্রবাসী হান্নান শাহ এর অর্থায়নে রমজানকে সামনে রেখে ও করোনা ভাইরাস দুর্যোগের কারণে চাল, ডাল, চিনি, ছোলা, খেজুর, মুড়ি, তেল বিতরণ করা হয়। গতকাল সোমবার বেলা ১২টার দিকে উপজেলার পূর্ব বাঘরা গ্রামের ক্বারী মোহাম্মদ উল্লাহ শাহ মসজিদ থেকে এ সামগ্রী প্রধান অতিথি হিসেবে বিতরণ করেন শ্রীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন। হান্নান শাহ এর মাতা মনোয়ারা বেগমের সভাপতিত্বে ও মেজবাহ উদ্দিনের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, এ্যাডভোকেট আবু আল নাছের তানজিল, ইউপি সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
শ্রীনগরে ইফতার সামগ্রী বিতরণ
আগের পোস্ট