নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে এক ইউপি সদস্যের বিরুদ্ধে বন্যপ্রাণী শিয়াল বিক্রির অভিযোগ উঠেছে। উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মো. মজিবর রহমানের বিরুদ্ধে ২টি শিয়াল শাবক বিক্রির অভিযোগ উঠে। এ ঘটনায় এলাকাবাসীকে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।
স্থানীরা জানায়, গত ৩ দিন আগে বাঘড়া গ্রামে মজিবর মেম্বারের বাড়ির পাশের জঙ্গল থেকে ৩টি শিয়াল শাবক ধরে আনে রহিম মোল্লা নামে এক ব্যক্তি। এসময় মজিবর মেম্বার ২টি শিয়াল শাবক পালন করার জন্য নিজের কাছে রেখে দেন। অপর শিয়াল শাবকটি রহিম মোল্লা পরদিন জঙ্গলে ছেড়ে দেয়। অন্যদিকে গত বৃহস্পতিবার মজিবর মেম্বারের সহায়তায় একই এলাকার হিরু মাঝি পার্শ্ববর্তী ভাগ্যকুল এলাকার আল-আমিন বাজারে এসে শিয়াল শাবক ২টি ১ হাজার টাকায় এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। স্থানীয় জনপ্রতিনিধি মজিবরের এ ধরণের কর্মকান্ডে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে সমালোচনার ঝড় উঠেছে।
অভিযুক্ত ইউপি সদস্য মো. মজিবর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করে বলেন, শিয়ালের শাবক ২টি পালনের জন্য খাঁচা বন্দি করি। এখন ছেড়ে দিয়েছি। তার কিছুক্ষণ পর সাংবাদিকদের তিনি ফোন করে জানান, শিয়ালগুলো ফের ধরে আনা হয়েছে। তবে শিয়াল বিক্রি করার বিষয়ে অস্বীকার করেন তিনি।
বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের তানজিল এ ঘটনার সত্যতা স্বীকার করেন।
এ ব্যাপারে শ্রীনগর উপজেলা বন কর্মকর্তা মো. সেলিম হোসেন জানান, বন্যপ্রাণী শিয়াল পালন বা বিক্রি করা দন্ডনীয় অপরাধ। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।
শ্রীনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে শিয়াল বিক্রির অভিযোগ
আগের পোস্ট