নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে জনপ্রিয় ফেইস বুক আইডি জাগ্রত বিবেকের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে উপজেলার বাঘড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব বাঘড়া, কাদিরকান্দা, মাঘডাল, বেপারীপাড়া, ২নং ওয়ার্ডের মধ্য বাঘড়া, ৪নং ওয়ার্ডের মধ্যবাঘড়া ও ৫নং ওয়ার্ডের রুদ্রপাড়া গ্রামের ২ শত অসহায় পরিবারের মাঝে চিনি, খেজুর, ছোলা ও এ্যাংকার ডাল সম্বলিত ইফতার সামগ্রী বিতরণ করা হয়। জাগ্রত বিবেক (ফেইস বুক আইডির) আহ্বানে সাড়া দিয়ে দেশ বিদেশ থেকে অনেকের অর্থায়নে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন জাগ্রত বিবেক (ফেইস বুক আইডির) এডমিন হামিদুর রহমান, ওবায়দুল মোল্লা, নাজিম হোসেন প্রমুখ।
শ্রীনগরে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
আগের পোস্ট