নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় গত শনিবার সকাল থেকেই কখনো মুষলধারে কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। ভাদ্র-আশ্বিন মাসেই দিনব্যাপী এরকম বৃষ্টির কারণে বোঝার উপায় নেই এটা শীতকাল নাকি বর্ষাকাল। ভাদ্র মাসে আষাঢ়ের মতো এমন টানা বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে হঠাৎ আকাশ মেঘলা হয়ে দমকা হাওয়ার সাথে বৃষ্টি নামে পুরো শ্রীনগর উপজেলা জুড়ে। ফলে যারা সকালে বিভিন্ন কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলো তারা একরম বাঁধার সম্মুখীন হয়ে বিভিন্ন দোকান, হোটেল, যাত্রী ছাউনির নিচেই দিন পার করে দিয়েছে।
এদিকে টানা বৃষ্টিতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। বিপাকে পড়েছেন দিনমজুর, রিকশাচালক, অটোচালক, ভ্যানচালকনহ নিম্নআয়ের মানুষেরা। মহাসড়কেও স্বাভাবিকের চেয়ে যানবাহন চলছে কম। বাড়ছে শীতও।
ব্যাটারিচালিত অটোরিকশাচালক মহাসিন বলেন, বৃষ্টির মধ্যেই অটো নিয়ে বের হয়েছিলাম। যাত্রী নাই। রাস্তায় যানবাহন ও মানুষ দুটোই কম, তাই চলে যাচ্ছি।
সালাউদ্দিন বলেন, ভাদ্র মাসে এমন বৃষ্টি কোনোদিন দেহি নাই। বৃষ্টি কয়দিন থাহে তা আল্লাই জানে।
নিমতলী এলাকার কৃষক নূর ইসলাম বলেন, দুই চারদিন এরকম বৃষ্টি থাকলে আগাম সবজির ক্ষতি হবে।
শ্রীনগরে অসময়ে বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি
আগের পোস্ট