নিজস্ব প্রতিবেদক
শ্রীনগরে শিডিউল না মেনেই অতিরিক্ত লোডশেডিংয়ের ফলে দেখা দিয়েছে বিদ্যুৎ বিভ্রাট। শিডিউল অনুযায়ী বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এমন অবস্থায় ক্ষোভ প্রকাশ করে শিডিউল অনুযায়ী লোডশেডিং চেয়েছে গ্রাহকরা। ভোক্তাদের অভিযোগ, একদিকে শিডিউল ছাড়া লোডশেডিং, অপরদিকে অতিরিক্ত বিদ্যুৎ বিল দুটিই গ্রাহকের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
উল্লেখ্য, সারাদেশে বিদ্যুতের সঙ্কট মোকাবেলায় গত ১৯ জুলাই থেকে এলাকাভিত্তিক দুই-এক ঘন্টার লোডশেডিং থাকবে বলে জানানো হয়। কিন্তু শ্রীনগর উপজেলার পল্লী বিদ্যুৎ অফিস তা মানছে না। যেখানে শিডিউল অনুযায়ী এক-দুই ঘন্টা লোডশেডিংয়ের কথা থাকলেও ৫-৬ ঘন্টা থাকছে না বিদ্যুৎ যেখানে শিডিউলের বিপর্যয় ঘটেছে।
শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর গ্রামের আসমা আক্তার বলেন, শিডিউল অনুযায়ী বিদ্যুৎ না থাকায় চরম সমস্যায় আছি। গোসল ও খাবারের পানির সমস্যা হয়। কিন্তু শিডিউল অনুযায়ী লোডশেডিংয়ের কথা থাকলেও দেখা গেছে তার এক-দুই ঘন্টা আগে বিদ্যুৎ চলে গেছে কখন আবার আসবে তা বলা যায় না। এজন্য গ্রাহকদের কথা বিবেচনা করে লোডশেডিং শিডিউল করে দেওয়া হলে ভাল হয়। এতে ভোগান্তি কম হবে।
অটোরিক্সা চালক সুজন মিয়া বলেন, ইদানিং লোডশেডিংয়ের ফলে অটোতে চার্জ করা যায় না। যাও একটু আসে আবার কিছুক্ষণ থেকে চলে যায়। দিনে ৭-৮ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। চার্জ না হলে রাস্তায় বের হওয়া যায় না। আবার বের না হলে সংসার চলে না।
শ্রীনগরে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক
আগের পোস্ট